চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোহাম্মদ রোকন উদ্দিন কবির
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ
জনাব মোহাম্মদ রোকন উদ্দিন কবির চীফ জুডিসিয়াল হিসেবে বিগত ২ অক্টোবর, ২০২২ খ্রি: সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর 2009203262। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (সম্মান), এলএলএম ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা চট্টগ্রাম। ইতোপূর্বে তিনি সিলেট জেলা জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নবীনগর চৌকি আদালত, ব্রাহ্মণ বাড়িয়া জেলায় সিনিয়র সহকারী জজ, রাঙ্গামটি জেলায় সিনিয়র সহকারী জজ, কুমিল্লা জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ, ফেনী জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে 1) 87th Basic Training Course on Judicial Administration. 2) 113th Judicial Administration Training Course. 3) BCS Officers Orientation Course (Bcs-63). 4) Case Management Training Course. 5) 106th Survey and Settlement Training Course. 6)136th Refresher Course. 7.Workshop on ‘’Alternative Dispute Resolution (ADR) ও দেশের বাইরে 1. Seminar for Foreign Judges (Bangladesh) National Judicial Academy, India. 2. Capacity Building of Law and Justice Division for Strengthening Subordinate Judiciary Management 2-Week program. Western Sydney University- তে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়া, ভারত দেশসমূহ ভ্রমণ করেছেন।