Judiciary: Bangladesh Skip to main content
 

সুনামগঞ্জ এবং বিচার বিভাগ

সুনামগঞ্জ এবং বিচার বিভাগ

হাওর, বাওর এবং গানের দেশ সুনামগঞ্জ। ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগোজ্যাতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জনৈক মোঘল সিপাহি সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। প্রখ্যাত বাউল ও মরমী গীতি কবি হাছন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, প্রখ্যাত লোককবি ও বৈষ্ণব বাউল রাধারমন দত্ত এবং মরমী গীতি কবি দূরবীন শাহ এই এলাকার সন্তান।

 

জেলা জজ আদালত প্রতিষ্ঠা

১৮৭৭ খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে জেলায় উন্নীত করা হয়। এরই ধারাবাহিকাতায়  ১৫/০১/১৯৮৫ খ্রিস্টাব্দ হতে এই জেলায় পূর্ণাঙ্গ জেলা জজ আদালত প্রতিষ্ঠিত হয়। জনাব এ. কে মোহাম্মদ আলী অত্র জেলার প্রথম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে অত্র জেলায় মহকুমা মুন্সেফী আদালত এবং পরবর্তীতে সাব জজ আদালত চালু ছিল। বেগম মোসাম্মৎ জাকিয়া পারভীন বর্তমানে মাননীয় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যাত্রা

2014 সনে পৃথক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। ইতোপূর্বে মাননীয় জেলা ও দায়রা জজ অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করতেন। জনাব মোঃ জাকির হোসেন (জেলা জজ) বর্তমানে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত আছেন।

 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

১লা নভেম্বর, ২০০৭ খ্রিস্টাব্দে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ প্রতিষ্ঠিত হয়। এ জেলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত ছাড়াও চারটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পাঁচটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ধর্মপাশা অত্র জেলার একমাত্র চৌকি আদালত।  বর্তমানে জনাব জনাব মোহাম্মদ রোকন উদ্দিন কবির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন।

 

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল

অত্র জেলায় 26/08/2013 খ্রিস্টাব্দ তারিখে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। জনাব রশিদ আহমেদ মিলন (যুগ্ম জেলা জজ)  বর্তমানে উক্ত ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত আছেন। বর্তমানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে প্রায় ষোল হাজার মামলা বিচারাধীন রয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস

সুনামগঞ্জ জেলায় একটি লিগ্যাল এইড অফিস রয়েছে। সকলের জন্য আইনী সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অনন্য সাধারন উদ্যোগ হলো এই লিগ্যাল এইড। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দুস্থ, দরিদ্র এবং অসহায় মানুষকে বিনা খরচে আইনী সেবা প্রদান, বিরোধ নিষ্পত্তিসহ আইনী পরামর্শ প্রদান করা হয়ে থাকে। বর্তমানে জনাব সুলেখা দে (সিনিয়র সহকারী জজ) জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

অন্যান্য আদালত

বর্তমানে অত্র জেলায় দুইটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, দুইটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং মোট দশটি সিনিয়র সহকারী জজ/সহকারী জজ আদালত রয়েছে।